স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার চানপুর গ্রামে পিতা-মাতাকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সামনে ব্র্যাক স্কুলের ৫ম শ্রেণীর ছাত্রী (১৫) কে গণধর্ষণের মামলাটি নবীগঞ্জ থানায় হন্তান্তর করা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, তাদের পার্শ্ববর্তী কাকুড়া গ্রামের মৃত মানিক মিয়ার পুত্র মোঃ সজলু মিয়া (২৫) প্রায়ই তার মেয়েকে উত্ত্যক্ত করতো। এতে তিনি বিচার প্রার্থী হলে লম্পট সজলু ও তার দলবল ক্ষিপ্ত হয়ে কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের হুমকি দেয়। গত ১০ মে রাত ৯ টার দিকে সজলু মিয়াসহ তার দলবল কিশোরীর ঘরের দরজা ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে কিশোরীকে জোরপূর্বক গণধর্ষণ করে। এ ঘটনায় কিশোরী বাদী হয়ে গত ২৪ মে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ৫ জনকে আসামী করে মামলা দায়ের করে। আসামীরা হলেন সজলু মিয়া, ইলিয়াস উদ্দিন, জলাল মিয়া, আশক মিয়া ও কাইয়ুম মিয়া। আদালত মামলাটি আমলা নিয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাড়িকে তদন্ত পূবর্ক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সম্প্রতি পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটি নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করার। এবং পাশাপাশি মেডিক্যাল রিপোর্ট সংগ্রহ করে এজাহারে উল্লেখিত আসামীদের গ্রেফতার করার জন্য তদন্ত কর্মকর্তাকে নিদের্শ দেন। ইনাতগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ ধর্মজিদ সিংহা বিষয়টি নিশ্চিত করেছেন।