স্টাফ রিপোর্টার ॥ টানা বর্ষনে জেলার নিম্নাঞ্চল ও ভাটি এলাকা পানি বৃদ্ধি পেয়েছে। কোন কোন এলাকায় সদ্য রোপনকৃত আমন ধান পানিতে তলিয়ে গেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট ও বেশ কয়েকটি প্রাইমারী স্কুল। স্থানীয় কৃষকরা হতাশায় ভুগছেন। শায়েস্তাগঞ্জের দক্ষিণ এলাকাতে পাহাড়ী ঢলের পানিতে কাজির গাঁও, নিশাপট, মড়রা, লাদিয়া, ঢাকিজাঙ্গাল, আলাপুর, দুবাইরা, কদমতলীসহ প্রায় ২০ গ্রামের ধানী জমি প্রায় এক সপ্তাহ ধরে পানির নিচে। রোপনকৃত আমন ধানের সমস্ত চারা গাছ পচে গেছে বলে কৃষকরা জানান। এছাড়া কাচাঁ রাস্তা, স্থানীয় হাটবাজারের জনপথ ও শহরের কিছু কিছু স্থান পানিতে তলিয়ে গেছে। গ্রাম্য বেশ কয়েকটি প্রাইমারী স্কুলের মাঠে বন্যার পানি থাকায় ছাত্র-ছাত্রীদের ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে টানা বর্ষণে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বাড়ছে। কাজ করতে না পারায় পরিবার পরিজন নিয়ে কষ্টে দিনাতিপাত চলছে।