প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একটি আইপিএস প্রদান করেছেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল। গতকাল রবিবার বিকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে তিনি আইপিএস টি প্রদান করেন। আইপিএস টি গ্রহন করেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুনিল পাল, নুরজাহান বেগম ও রতন চন্দ্র পাল। জানা যায়, পইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ওই এলাকার গর্ভবতী মাদের ডেলিভারী করা হয়। কিন্তু বিদ্যুতের কারনে সেবা কার্যক্রম ব্যাহত হয়ে আসছিল। বিষয়টি হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়ালের নজরে আসলে তিনি এই আইপিএস প্রদান করেন। এতে পইল ইউনিয়নের গর্ভবতী মাদের সেবা পেতে আর বিড়ম্বনা পোহাতে হবে না।