বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সম্মানে ইফতার পাটি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার থানা কার্যালয়ে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবতী। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমদ, ইউএনও মোহাম্মদ শামছুল ইসলাম, ওসি (তদন্ত) দেলোয়ার হুসেন, আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আমির হুসেন মাস্টার, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, মো. হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আবদুল খালেক, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মিয়া, যুবলীগ সেক্রেটারি আলমগীর মিয়া, প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল, সাংবাদিক ইমদাদুল হুসেন খান, ছাত্রলীগ সভাপতি আবদুল হালিম সোহেল, সাংবাদিক আশিকুল ইসলাম, রায়হান উদ্দিন সুমন, তৌহিদূর রহমান পলাশ, দেওয়ান সাইফুল রাজা সুমন, জনাব আলী কলেজ ছাত্রলীগ সাবেক সেক্রেটারি রিপন চৌধুরী প্রমুখ। দোয়া পরিচালনা করেন থানা জামে মসজিদের ঈমাম মাওলানা আবদুল আলীম।