প্রেস বিজ্ঞপ্তি ॥ রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২-এর রোটারী বর্ষ ২০১৪-২০১৫ইং সালের বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান অত্যন্ত জাকজমকের সাথে ১৩ই জুন সিলেট “স্টার প্যাসিফিক” হোটেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সারা ডিস্ট্রিক্ট থেকে প্রচুর সংখ্যক ক্লাব সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সারা বছরের কর্মকাণ্ডের মূল্যায়ন ও পর্যালোচনা করে বিভিন্ন ক্লাব ও রোটারী নেতৃবৃন্দকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ মহোদয়ের কাছ থেকে সফল ডিপুটি গভর্ণর হিসাবে পদক গ্রহণ করেন রোটারিয়ান ডাঃ মোঃ জমির আলী। এজন্য তিনি উরংঃৎরপঃ এড়াবৎহড়ৎ সহ অন্যান্য নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। ডাঃ মোঃ জমির আলী চঐঋ রোটারী ক্লাব অব হবিগঞ্জের একজন সদস্য।