গত ২ জুন এবি ব্যাংক মাধবপুর শাখার বীমা গ্রহীতা মেসার্স মুক্তা স্টোরের অগ্নি দাবী বাবদ ৪,১৫,১৪২/- টাকার একটি চেক এবি ব্যাংক মাধবপুর শাখার এস.এ ভিপি এন্ড ম্যানেজার সৈয়দ মাহমুদুল হকের নিকট হস্তান্তর করা হয়েছে। বিজিআইসি মৌলবীবাজার জোনাল অফিসের জিএম এন্ড হেড অব জোন মোঃ সামছুজামান ওয়াহিদ এ চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা সুকমল রায় এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তা।