সহী হাদীস দ্বারা যে সকল লোকের দোয়া খুব তারাতারি বিশেষভাবে কবুল হয় তাদের অবস্থা এবং গুণাবলি আপনাদের উপস্থাপিত করা হল,
* শক্তিহীন কর্মহীন অপরাগ ব্যক্তির দোয়া খুব দ্রুত কবুল হয়।
* নিপিরিত ও অত্যাচারিত মাজলুমের দোয়া তারাতারি কবুল হয়। * সন্তান সন্তানাদির জন্য পতা-মাতার দোয়া খুব দ্রুত কবুল হয়।
* সুসভ্য খেদমতগার সন্তানদের দোয়া ও পিতা-মাতার জন্য দ্রুত কবুল হয়।
* মুসাফিরের দোয়া তারাতারি কবুল হয়। যৎক্ষণ সে সফরে থাকে।
* পবিত্র রমদ্বান মাসে ইফতার করার সময় রোযাদারের দোয়া কবুল হয়।
* একজন মুসলমান অপর মুসলমান ভাইদের জন্য দোয়া কবুল হয়।
* প্রত্যেক মুসলমানের দোয়াই কবুল হয় যতক্ষণ না তারা কারো উপর জুলুম করা বা আত্মীয়দের হক নষ্ট করার জন্য দোয়া না করে।
* হাজীগণ নিজ বাড়ীতে আসার আগ পর্যন্ত দোয়া কবুল হয়।
আল্লাহ তা’আলার মহান নাম সমূহ ও গুনা বলীর কথা উচ্ছারণ করে যদি কেহ তার নিকট দোয়া করে তবে তিনি তা কবুল করেন। ফরজ নামায জামায়াতে আদায় করার পর সালাম ফিরাবার সাথে সাথে দোয়া কবুল হওয়ার আশা করা য়ায়। যখন বৃষ্টি হয় ঐ সময় দোয়া করলে দোয়া কবুল হয়। দোয়া কবুল স্থানের সাথেও সম্পর্ক রয়েছে। যেমন কাবা ঘরের কিনারায় দোয়া করলে দোয়া কবুল হয়। পবিত্র রমদ্বানে দোয়া করলে দোয়া কবুল হয়।
লেখক
মুফতী মোহাম্মদ আব্দুল মজিদ
খতিব
হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ
০১৭১১-৮৫১৪০৬