স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ আউশকান্দি সড়কে সিএনজির অটো রিক্সার সংঘর্ষে ৫ যাত্রী আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনাটি ঘটে। নবীগঞ্জ থেকে যাত্রীবাহী সিএনজি আউশকান্দি যাওয়ার জন্য রওয়ানা হয়। ওই সড়কে সালামতপুর নামক স্থানে পৌছলে বিপরিত দিক থেকে আসা সিএনজির সাথে সংঘর্ষ বাধে। এতে যাত্রীবাহী সিএনজি উল্টে রাস্তার পাশে খাদে পরে যায়। গুরুত্বর আহতবস্থায় ওবায়দুল হক (২৫), আনোয়ার (৩৫) নুরুল হক (২০)কে হবিগঞ্জ সদর আধুনিক হাসাপাতালে ভর্তি করা হয়েছে। আশংকাজনক অবস্থায় ওবায়দুলকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।