মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের নোয়াপাড়ায় গতকাল শুক্রবার বিকালে নির্বাচনী তফসিল বাতিল ও নিরপেক্ষ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৮দলের ডাকা অবরোধের সমর্থনে মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল। নোয়াপাড়া ইউ/পি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাবু মিয়া মাষ্টারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান, সহসভাপতি ইউ/পি চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সুমন চৌধুরী, জামায়াতের নায়েবে আমীর আলাউদ্দিন ভুইয়া, বিএনপি নেতা আরজু মিয়া মেম্বার, হাজী অলিউল্লাহ, সাবেক চেয়ারম্যান তাজউদ্দিন আহমদ টেনু, সহিদ মেম্বার, মাসুকুর রহমান মাসুক, হাবিবুর রহমান মানিক, যুবদলের সভাপতি এনায়েত উল্লাহ, যুবদল নেতা জয়নাল মহালদার, খয়ের উদ্দিন, কৃষকদলের সাধারন সম্পাদক ফজলুর রহমান বুলেট, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা কামাল বাবুল, যুগ্ম আহবায়ক সৈয়দ সোহেল, ডিলার শাহীন, ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক যুগ্ম সাধারন সম্পাদক এস.এম ইকরাম, ছাত্রদল নেতা আলমগীর কবির, ওমর ফারুক, ইয়াসিন, সায়েম, মামুন প্রমূখ। পরে এক বিশাল মিছিল নোয়াপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।