মুফতী এম এ মজিদ
মহান আল্লাহ তা’আলা বলেন, মোমিনগণ মোমেনদেরকে বাদ দিয়া কাফেরদেরকে যেন বন্ধু হিসাবে গ্রহণ না করে। ঈমানের কাজ হল, আল্লাহ তা’আলার জন্য বন্ধু এবং আল্লাহ পাকের জন্য শক্রতা। কোন প্রকার লোভ বা কোন উদ্দেশ্যের বশীভূত না হইয়া সত্যের অনুদন্ধানে বন্ধুত্ব বা দুশমনী পাওয়া গেলে তুমি আল্লাহ তা’আলার পথে অগ্রসর হয়েছে মনে করবে। হক ছাড়া যাহা কিছু আছে সব কিছু জ্বালাইয়া ধ্বংস কর, দ্বীন ছাড়া যাহা কিছু আছে সব, কিছু হইতে পবিত্র হও। প্রবৃত্তির সকল দাবী দাওয়া বাস্তবের বিপরীত, আল্লাহ পাকের দাবী হইল সকল প্রকার লোভ-লালসা ভয়ভীতি তাহার জন্য হউক। নফসের তাড়নায় আল্লাহর সন্তোষ্টি হাসিল করা যায়। হযরত জুনায়েদ বাগদাদী (রাঃ) বলেন, কুফরীর মূল হইল প্রবৃত্তির অনুসরণ। যাহার নিজের ব্যক্তি সম্পর্কে জ্ঞান নাই সে অন্যদের সত্ত্বা সংক্রান্ত জ্ঞান হইতে আরো বেশি অজ্ঞ হইবে। প্রকৃত অর্থে নফসের তাড়নায় যেন নিজকে চিনতে ভূল না হয়।
মহান আল্লাহ তা’আলার বাণী, আমার ইবাদত করার উদ্দেশ্যেই আমি মানুষ ও জ্বীন জাতিকে সৃষ্ঠি করিয়াছি। ইবাদত করতে গেলে অনেক ধৈয্যের প্রয়োজন। কষ্ঠের প্রয়োজন, পবিত্র রমদ্বান শরীফে, তারাবীর নামায পড়তে গেলে প্রবৃত্তি বাধা দিবে, এর পরও নামায আদায় করতে হবে। মানুষ তাই পায়, যার জন্য সে পরিশ্রম করে। আর ঐ সমস্ত লোকের পাপ গুলিকে আল্লাহ পাক পুন্যে পরিবর্তণ করিয়া দিবেন।
লেখক
আলহাজ্ব মুফতী মোহাম্মদ আব্দুল মজিদ
খতিব-হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ
০১৭১১-৮৫১৪০৬