স্টাফ রিপোর্টার ॥ জাতীয় গণতন্ত্র দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি ও অঙ্গসহযোগি সংগঠনের উদ্যোগে এক আলোচনা, বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জেলা জাপার দক্ষিণ শ্যামলী কার্যালয়ে জেলা জাপার সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট আজমান আলীর সভাপতিত্বে এবং জেলা যুবসংহতির সদস্য সচিব কাজল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলেচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাপার সাধারণ সম্পাদক শংকর পাল, সহ-সভাপতি আব্দুল মুক্তাদীর চৌধুরী অপু, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খাঁন, মীর জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, সহ-সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, জেলা জাপা নেতা আব্দুল হামিদ চৌধুরী, প্রচার সম্পাদক আবু বক্কর খাঁন, দপ্তর সম্পাদক প্রভাষক এস এম লুৎফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী, যুগ্ম আহবায়ক এডভোকেট শিবলী খায়ের, জেলা ছাত্র সমাজের সভাপতি মোস্তাফিজুর রহমান ময়না, সাধারণ সম্পাদক রিপন আহমেদ, জেলা কৃষক পার্টির আহবায়ক মঞ্জুরুল হক মাসুদ, যুগ্ম আহবায়ক আলহাজ্ব ফরিদ উদ্দিন, জেলা সৈনিক পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব, লাখাই উপজেলা জাপা সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক বাহার উদ্দিন মেম্বার, জেলা ছাত্র সমাজের প্রচার সম্পাদক বিপ্লব চন্দ্র দেব, হবিগঞ্জ সদর উপজেলা যুবসংহতির সদস্য সচিব মইনুল হাসান দুলাল, যুগ্ম আহবায়ক লুৎফুর রহমান লিটন, নুরুল হক, সেলিম আহমেদ, জামাল মিয়া, আক্তার হোসেন, সদর উপজেলা ছাত্র সমাজের সভাপতি মোল্লা হেলাল, সাধারণ সম্পাদক আতাউর রহমান রিপন, পৌর ছাত্র সমাজের সভাপতি উজ্জল আহমেদ, ফয়সল আহমেদ, লোকমান, সামছুল আলম, এরশাদ, কুতুব, আলমগীর, আমান, উজ্জল, সাইদুর, লাখাই উপজেলা সাধারণ সম্পাদক এম শাহাম্মদ আলী শান্ত, আলাল প্রমুখ। সভায় জেলা জাপার সাধারণ সম্পাদক শংকর পাল বলেন, আজকের এই দিনে গণতন্ত্র রক্ষার জন্য পল্লীবন্ধু এরশাদ রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করেছিলেন। বর্তমানে দুটি দলের সংঘাতময় রাজনীতির কারনে গণতন্ত্র আজ বিপন্ন। সুষ্টু গণতন্ত্র ফিরে আনতে সকলের প্রতি তিনি আহবান জানান। সভা শেষে এক র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে জেলা জাপার কার্যালয়ে এসে শেষ হয়।