স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট শহর থেকে ৪ বোতল ভারতীয় মদসহ আব্দুস সুবহান (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
ডিবি পুলিশ সুত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলা সদরের মধ্য বাজার এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৯টার দিকে হবিগঞ্জ ডিবি পুলিশের এস আই আব্দুল মালেকের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশ তার দেহ তল্লাশী করে ৪ বোতল অফিসার চয়েস হুইস্কি উদ্ধার করে। গ্রেফতাকৃত আব্দুস সুবহান উপজেলার হাতুন্ড গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র। সে দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।