প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ইমামবাড়ি আঞ্চলিক শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইমামবাড়ি পেরেন্স কোচিং সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত শাখার সভাপতি আজাদ আহমেদ আসাদ। সেক্রেটারী রফিকুল ইসলামের পরিচালনায় এতে প্রধান মেহমান ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আনোয়ার আলী। বিশেষ মেহমান ছিলেন ইসলামী মজলিস হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ সাঈদুর রহমান সানি, জেলা সেক্রেটারী মোঃ হাবিবুর রহমান জালাল, জেলা মজলিসের সহ-প্রচার সম্পাদক মাওলানা আব্দুর রহমান। বক্তব্য রাখেন ছাত্র মজলিস নবীগঞ্জ থানা শাখার সভাপতি কাজী ফাবাস্সীর আহমদ, শেয়খ মাওলানা আবু ছালেহ, মাওলানা শামছুল হুদা, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা জালাল উদ্দিন জালালী, মোঃ নয়ন ইসলাম, সুলতান রাজা, মোঃ জুসেফ, মোঃ জিহান ইসলাম, মোঃ মুজিবুর রহমান, মোঃ শোয়েব, মোঃ কাশেম, সাইমী প্রমুখ।
প্রধান মেহমান তার বক্তৃতায় বলেন, মাহে রমযান হল সিয়াম সাধনার মাস, কুরআন নাজিলের মাস, ধৈর্যধারণের মাস, পরষ্পরে আন্তরিকতাও সহানুভুতির মাস। এমাসে বেশী করে কুরআন তিলাওয়াত করতে হবে। আল্লাহর জমীনে আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে প্রাণপন চেষ্ঠা চালিয়ে যেতে হবে। দেশের সকল আন্দোলন সংগ্রামে ছাত্রদের ভুমিকা ছিল অপরিসীম এরই ধারাবাহিকতায় দেশে দ্বীন কায়েমের লক্ষ্যে ছাত্রদেরকে আরো বেশী শ্রম দিতে হবে।