নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের জামে মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। গতকাল বৃহস্পতিবার দুপুরে এডিপির অর্থায়নে এবং পৌর সভার বাস্তবায়নে প্রায় ২ লাখ টাকা ব্যয়ে শহরের মধ্যবাজার জামে মসজিদের দু’তলা ভবনের টাইলস দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি আব্দুল মালিক, আবুল হোসেন আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, বিএনপি নেতা তৌহিদুল ইসলাম চৌধুরী, প্রেসক্লাব সভাপতি ও কাউন্সিলর এটিএম সালাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম চৌধুরী, প্যানেল মেয়র-২ ও কাউন্সিলর শাহ রিজভী আহমদ খালেদ, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোশাহিদ আলম মুরাদ, মোজাহিদ খাঁন, ডাঃ হাবিবুর রহমান, মাওঃ আব্দুল মন্নান দত্তগ্রামী, উপ সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, সার্ভেয়ার মুছা আহমদ, ঠিকাদার মোঃ সরওয়ার শিকদার, শাহ মুছা আহমদ প্রমুখ। উদ্বোধন শেষে এক বিশেষ মোনাজাত পরিচালনা করেন জামে মসজিদের পেশ ইমাম মাওঃ খালেদ সাইফুল্লাহ খাঁন।