স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের বালু ব্যবসায়ী পংকজ সাহাসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আলাকপুর গ্রামের মুক্তিযোদ্ধা মিয়াব আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। অন্যান্য আসামীরা হচ্ছে-তপন মিয়া, আশরাফুল ইসলাম টিটিু, আলফাজ, ছোট্র মিয়া, মেহেদী হাসান, ফরিদ মিয়া ও সুমন মিয়া। মামলার অভিযোগে জানা যায়, মুক্তি মিয়াব আলী প্রায় ১ বছর ধরে সাবেক চেয়ারম্যান তাজুল ইসলামের বালু মহালে কেয়ারটেকার হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। ইদানিং ১নং আসামী পংকজ সাহা ওই বালু মহালের মালিক তাজুল ইসলামের কাছ থেকে ৫লাখ টাকা চাঁদা আদায় করে দিতে মিয়াব আলীর উপর চাপ সৃষ্টি করে। গত ১৪ জুন সকাল ১১টার দিকে নোয়াগাও মাতু মিয়ার মার্কেটের সামনে বালু মহালের অফিসে রয়েলিটি কাটার দায়িত্ব পালন করছিলেন মিয়াব আলী। এ সময় পংকজ সাহার নেতৃত্বে অন্যান্য আসামীরা তার কাছে গিয়ে তাজুল ইসলামের কাছ থেকে টাকা এনেছি কিনা জানতে চায়। এ সময় মিয়াব আলী টাকার কথা অস্বীকার করলে তাকে পংকজ সাহাসহ সবাই মিলে মারপিটে আহত করে। এ সময় বালু মহালের অফিসটি ভাংচুর করা হয় এবং আরো কয়েকজন আহত হয়। এ ব্যাপারে মিয়াব আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটি মাধবপুর থানায় প্রেরণের জন্য বিজ্ঞ আদালত নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে মাধবপুর থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মামলাটি এখনো থানায় আসেনি।