স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে স্বর্ণের কারিগরকে ফিল্মী স্টাইলে অপহরণের চেষ্টায় ব্যর্থ হয়ে কুপিয়ে রক্তাক্ত করে স্বর্ণালংকার লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে হবিগঞ্জ শহরের বগলাবাজার এলাকায় শচী মাতা শিল্পালয়ে এ ঘটনাটি ঘটে। আহত কারিগর বিশ্বজিৎ দেব জানান প্রতিদিনের মত ওই রাতে তিনি দোকানে ঘুমিয়ে পড়েন। রাত প্রায় আড়াইটার দিকে একই এলাকার কতিপয় যুবক অস্ত্রশস্ত্র সহকারে দোকানের সাঁটার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয়। এসময় বিশ্বজিৎ বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে গাড়ীতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তার চিৎকারে টহলরত পুলিশ ও স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা বিশ্বজিৎকে গাড়ী থেকে ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথামে হবিগঞ্জ সদর হাসপাতা ও পরে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে।