স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে গাড়ি ছিনতাই চক্রের সদস্য বাচ্চুকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার ঘর তল্লাশি করে ১৫০পিস গাড়ীর চাবি, গাড়ীর বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন ধরণের স্টিকার ও বিভিন্ন কোম্পানির সিমকার্ড উদ্ধার করা হয়। সে শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়নের কদমতলী গ্রামের ইয়াকুব আলীর ছেলে। গতকাল বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ বড়বিল নামক হাওরে অভিযান চালিয়ে বাচ্চুকে গ্রেফতার করে। পুলিশ জানায়, সে গাড়ি ছিনতাই চক্রের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি গাড়ী ছিনতাই মামলা রয়েছে। ২টি মামলার গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে সে পলাতক ছিল।