প্রেস বিজ্ঞপ্তি ॥ পবিত্র রমজান উপলক্ষে হবিগঞ্জ এ্যালায়েন্স লুঠন ইউকে’র উদ্যোগে নবীগঞ্জে গরীব অসহায়দের মাঝে অর্থ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে জামেয়া ইসলামীয়া আনোয়ারুল উলুম মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা শাহ আলমের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মাওলানা মুফতি ফয়সল তালুকদারের পরিচালনায় আয়োজিত অনুষ্টানে উপজেলার বিভিন্ন গ্রামের ২৫ জন অসহায় গরীবদের মধ্যে নগদ ২০০০ টাকা করে নগদ পঞ্চাশ হাজার টাকা বিতরণ করা হয়। অর্থ বিতরণ অনুষ্ঠানে হবিগঞ্জ এ্যালায়েন্স লুঠন ইউকের উপদেষ্টা হান্নান মিয়া চৌধুরী, খুররম চৌধুরী, খালেদ মিয়া, সৈয়দ আনোয়ার মিয়া, সভাপতি ফজিলত আলী খাঁন, সহ সভাপতি মন্নান মিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন চৌধুরী হিরু, সহ সাধারণ সম্পাদক তুষার আহমেদ, অর্থ সম্পাদক আবুল হোসেন, সদস্য সৈয়দ দেলওয়ার, সুলেমান মিয়া চৌধুরী, সিয়াম সাইদ চৌধুরী, জাহাঙ্গীর আহমেদ, জামাল মিয়া চৌধুরী ও ফাহিম উদ্দিনসহ সংগঠনের সকল নেতৃবন্দের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে মোনাজাত করা হয়।