স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের শ্রীমতপুর গ্রামের হাঁসের খামার মালিককে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গত ২২ আগস্ট দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকায় “ইমামবাড়ি এলাকা ক্রাইম জোনে পরিণত, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর, দুর্বৃত্তের কবলে হাঁসের খামার মালিক ॥ টাকা ও মোবাইল ছিনতাই” শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। ওই দিনই নবীগঞ্জ থানার এসআই মোঃ মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার ব্যাপারে তিনি খামার মালিক আকাবরের ভাইদের সাথে আলাপ করেন। পাশাপাশি এলাকার অপরাধ সম্পর্কে বিভিন্ন সাথে আলাপ করে এর সত্যতা পেয়েছেন। এ ব্যাপারে এসআই মোঃ মিজানুর রহমানের সাথে আলাপ হলে তিনি জানান, এলাকায় জুয়া, মাদক ও অসামাজিক কাজ বন্ধ করতে অভিযান চলছে। এসব কার্যকলাপ বন্ধ এবং অপরাধীরা খুব শিগগিরই গ্রেফতার হবে।
উল্লেখ্য যে, নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়ন এবং বানিয়াচংয়ের খাগাউড়া ইউনিয়নের উঠতি বয়সের কিছু যুবকের সমন্বয়ে একটি অপরাধী চক্র গড়ে উঠেছে। এ চক্রটি ইমামবাড়ি বাজারে মিলিত হয়ে পরিকল্পনা করে থাকে। এ চক্রটি জুয়া, মাদক ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। কয়েকটি স্পটে দিবারাত্রি জুয়া খেলা চলছে। এরাই মাদক ও পতিতাবৃত্তির সাথে জড়িত। এ চক্রের মাধ্যমে এলাকায় অপরাধের মাত্রা বাড়ছে।