প্রেস বিজ্ঞপ্তি ॥ কবি ফখর উদ্দিন ঠাকুর তাঁর কবিতায় যেমন প্রকৃতিপ্রেমিক, শান্তির সপক্ষে ও মহৎ হৃদয়ের অধিকারী ছিলেন, ব্যক্তি জীবনেও তিনি অনুরূপ চরিত্রের অধিকারী ছিলেন। কবিতায় তিনি একটি শান্তিময় পৃথিবীর স্বপ্ন দেখেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের টাউন হল রোডস্থ কবির বাসভবনে ফখর উদ্দিন ঠাকুরের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় আগত বক্তারা একথা বলেন। ‘কবি ফখর উদ্দিন ঠাকুর স্মৃতি পরিষদ’ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্মৃতি পরিষদের সহ-সভাপতি কবি ও প্রবন্ধিক এম এ রব। এতে আলোচনায় অংশ নেন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও কবিপতœী ডাঃ সায়েরা চৌধুরী, বর্ণমালা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক দীপুল কুমার রায়, সংস্কৃতিকর্মী অপু চৌধুরী, তানসেন আমীন, কবি-তনয়া ডাঃ তান্নি হাজেরা ঠাকুর, পার্থসারথি রায়, রাজা স্মরণ ভট্টাচার্য, এসডি শিমুল, সঞ্জয় দাশ প্রমুখ।