স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার এড়ালিয়া গ্রামে বিচার চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের রফিক মিয়ার পুত্র মাদ্রাসা ছাত্র নোমান মিয়াকে ওই গ্রামের মানিক মিয়ার পুত্র সোহেল ও মিজান তুচ্ছ ঘটনা নিয়ে পিটিয়ে আহত করে। এ ঘটনায় বিচার নিয়ে রফিক মিয়া তার পুত্র নোমানকে নিয়ে সোহেলের চাচা মেম্বার ইদ্রিস মিয়ার নিকট গেলে ক্ষিপ্ত হয়ে মানিক ও তার ছেলে সোহেল ও মিজান পিঠিয়ে আহত করে। আহতাবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।