স্টাফ রিপোর্টার ॥ জেলার বিভিন্ন থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২৮ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে। রবিবার রাতে অভিযান চালিয়ে এসব আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ২১ জন পরোয়ানাভূক্ত ও ৭ জন নিয়মিত মামলার আসামী। এদের মধ্যে মাধবপুর থানায় ৯জন, হবিগঞ্জ সদর থানায় ৬জন, বানিয়াচং থানায় ৫জন, নবীগঞ্জ থানায় ৩জন, চুনারুঘাট ও আজমিরীগঞ্জ থানায় ২জন করে এবং বাহুবল থানায় ১জন আসামী গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা কর্মকর্তা শাহ গোলাম মোর্তুজা এ তথ্য নিশ্চিত করেছেন।