বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলা সদর বানিয়াচং (গ্যানিংগঞ্জ) বাজার-৫/৬ নং বাজার পর্যন্ত সড়কটি যান চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। ২০০২ সালে কার্পেটিং সিলকোট করার পর ১৩ বছরের মধ্যে ওই সড়কে আর কোন সংস্কার কাজ করা হয়নি। ফলে সড়কের এজিং-স্লোপ ভেঙ্গে যাওয়ায় একটি অটো রিক্সাও সুষ্ঠুভাবে চলাচল করতে পারছেনা। সম্প্রতি গ্যানিংগঞ্জ বাজার থেকে সুফিয়া মতিন মহিলা কলেজ পর্যন্ত ২০০ মিটার পর্যন্ত সড়ক উচু ও সলিং করার ফলে জলাবদ্ধতা থাকছে না তবে অন্য অংশ যান চলাচলের অযোগ্য রয়ে গেছে। এ ব্যাপারে ৪নং বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন জানান সুফিয়া মতিন কলেজ থেকে ৫/৬নং বাজার পর্যন্ত ১ কিলো ৮০ মিটার সড়ক প্রশস্থকরণ উন্নয়নে এলজিইডি টেন্ডারের আহ্বানের মাধ্যমে ঠিকাদার নিয়োগ দিয়েছে। সড়ক প্রশস্থকরণে মাটির কাজ থাকায় উন্নয়ন কার্যক্রমে বিলম্ব হচ্ছে।