স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার আদিত্যপুর গ্রামে এক গৃহবধূর অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে হাবিবুর রহমান জামাল (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে সদর উপজেলার বাগুনিপাড়া গ্রামের আবু তাহেরের পুত্র। গত রবিবার দিবাগত গভীররাতে সদর থানার এসআই ছানা উল্লার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বাড়ির গোয়াল ঘর থেকে তাকে আটক করে। এব্যাপারে আকলিমার স্বামী ছাদেক আহমেদ বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। জানা যায়, বাহুবল উপজেলার ওই গ্রামের প্রবাসী ছাদেক আহমেদের স্ত্রী আকলিমার ছবি ইন্টারেনেটে ছড়িয়ে দিয়ে বিভিন্নভাবে হুমকি ধামকি দেয় জামাল। বিষয়টি আকলিমার স্বামী ছাদেক পুলিশকে অবগত করলে পুলিশ হাবিবকে আটক করে।