নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজারে মৎস্য রক্ষা ও সংরক্ষন আইন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রেখেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। ইতিমধ্যে নবীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রাশেকুজ্জামান খাঁনের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত নবীগঞ্জ শহরের মাছ বাজার, ইনাতগঞ্জ, মিলনগঞ্জ, কাজিরবাজার, আউশকান্দি, পানিউমদা, কালিয়ারভাঙ্গা ও সাকুয়া টুকের বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ পোনা মাছ জব্দ করে বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। এছাড়া বিভিন্ন হাওড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমান পোনা মাছ নিধনে ব্যবহৃত জাল আটক করা হয়েছে। এ ব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রাশেকুজ্জামান খাঁন বলেন, মানুষকে সচেতনতার পাশাপাশি পোনা মাছ নিধন অভিযান অব্যাহত রয়েছে।