চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের পিটুনীতে আহত হয়েছে মিনারা খাতুন (৪০) নামে এক গৃহবধূ। আহত মিনারা খাতুন উপজেলার রাণীগাঁও ইউনিয়নের বড়জুষ গ্রামের ঠেলাগাড়ী চালক আব্দুল জলিলের স্ত্রী। গতকাল সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঠেলাগাড়ি চালক আব্দুল জলিলের সাথে বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী আব্দুল হামিদের সাথে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল আব্দুল জলিলের স্ত্রী মিনারাকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। তাকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।