স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে কলম চাঁন বিবি (৫৫) নামে এক গৃহবধুর বিষপানে মৃত্যু হয়েছে। সে বিবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের আব্দুল খালেকের স্ত্রী। গত রবিবার রাতে বিষাক্রান্ত অবস্থায় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পুলিশ ময়নাতদন্ত শেষে গতকাল পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।