প্রেস বিজ্ঞপ্তি ॥ আজ হবিগঞ্জের বিশিষ্ট কবি ফখর উদ্দিন ঠাকুরের ১০ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে কবির পরিবারের পক্ষ থেকে হবিগঞ্জ ইসলমিয়া এতিমখানায় দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়েছে। এছাড়া ‘কবি ফখর উদ্দিন ঠাকুর স্মৃতি পর্ষদ’র উদ্যোগে স্মরণসভা ও একটি স্মরণিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় কবি ফখর উদ্দিন ঠাকুরের টাউন হল রোডস্থ বাসবভনে অনুষ্ঠিতব্য স্মরণসভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন ‘কবি ফখর উদ্দিন ঠাকুর স্মৃতি পর্ষদ’-এর সাধারণ সম্পাদক ও কবিপতœী ডাঃ সায়েরা চৌধুরী। উল্লেখ্য, ফখর উদ্দিন ঠাকুর ১৯৪৪ সালের ৩০ নভেম্বর তাঁর মাতুলালয় মৌলভীবাজারের মোস্তফাপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ইউসুফ ঠাকুর সরকারী কর্মচারী ও একজন সমাজসেবক হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। তাঁর মাতার নাম সৈয়দা সায়েদুন্নেছা। প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায় অতিক্রম করে ’৬৫ সালে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে তিনি ইংল্যান্ডে গমন করেন। সেখানে চার্টার একাউন্টেনসি এবং চা ও পাট গবেষণার উপর পড়াশোনা করেন। ফখর উদ্দিন ইংল্যান্ডে পড়াশুনারত থাকা অবস্থায় তার পিতা ইন্তেকাল করেন। ’৬৯ সালে ফখর উদ্দিন দেশে ফেরেন। দেশে থাকাকালীন ছাত্রাবস্থাই তার কাব্যচর্চার উন্মেষ ঘটে। বিদেশে অবস্থানকালীন সময়েও তা চলমান থাকে। দেশে ফিরে ’৭০ সালে চট্টগ্রাম শিপিং করপোরেশনে যোগদান করেন। কিন্তু আজন্ম স্বাধীনচেতা ফখর উদ্দিনের পক্ষে ৬/৭ মাসের বেশি চাকুরী করা সম্ভব হয়নি। ’৭৪ সালে মাধবপুর সদর উপজেলার বাসিন্দা মেডিকেল কলেজ ছাত্রী সায়েরা চৌধুরীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহিত জীবনের ব্যস্ততা তাঁকে কাব্যচর্চা থেকে বিরত রাখতে পারেনি। তবে নিভৃতচারী ফখর উদ্দিনের কাব্যচর্চার খবর তাঁর সীমিত সংখ্যক কাছের মানুষেরা ছাড়া খুব বেশী লোকজনের কাছে প্রচার পায়নি। ’৯০-এর দশকের পুরোটা সময় তাঁর কাব্যচর্চার আচ্ছন্নতার কাল। ২০০০ সালের মার্চে নির্বাচিত কবিতা নিয়ে প্রকাশ করেন কাব্যগ্রন্থ ‘দ্য ভয়েস অব দ্য ইস্ট এন্ড দ্য ওয়েস্ট’। এরপরও তাঁর কাব্যচর্চার গতি অবারিত থাকে, তবে শারীরিক অসুস্থতা তাতে মাঝে মাঝে বাদ সেধেছে। ২০০৫ সালের ২৩শে জুন হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যান না ফেরার দেশে। তবে রেখে যান অসংখ্য অপ্রকাশিত কবিতা।