স্টাফ রিপোর্টার ॥ মুস্তাফিজুরের অসাধারণ বোলিং স্পেল আর ব্যাটসম্যানদের দলীয় নৈপূন্যে ভারতের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সিরিজ জয়ে স্বাদ গ্রহণ করলো বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে সিরিজ জয় নিশ্চিত করলো আসল টাইগার মাশরাফিবাহিনী।
টস জিতে আগে ব্যাট করা ভারতের দেয়া ২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৩৪ রানের মাথায় ব্যক্তিগত ১৩ রান করে ধাওয়াল কুলকার্নির বলে শিখর ধাওয়ানকে ক্যাচ দেন তামিম।
তামিমের বিদায়ের পর ইনিংসকে নতুন করে সাজাতে থাকেন সৌম্য এবং লিটন দাস। ১৭তম ওভারে দলীয় ৮৬ রানের মাথায় রবী চন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন সৌম্য। তার ৪৭ বলের ৩৪ রানের ইনিংসে ছিল ২টি চার এবং একটি ছক্কার মার।
সৌম্যের পরপরই সাজঘরে ফেরেন লিটন দাস। স্পিনার অক্ষর প্যাটেলের ঘূর্ণিতে উইকেটের পিছনে ধোনির গ্লাভসে ধরা পড়ে আউট হন ৪১ বলে ৩৬ রানের কার্যকর একটা ইনিংস খেলা লিটন দাস। ম্যাচের ২০তম ওভারে ৯৮ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।
এরপর দলকে এগিয়ে নিতে থাকেন সাকিব এবং মুশফিক। ৫৪ রানের জুটি গড়ে ১৫২ রানের মাথায় ব্যক্তিগত ৩৪ বলে ৩১ রান করে রান আউটের শিকার হন মুশফিক।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ৫১ এবং সাব্বির রহমানের ২৫ রানের কল্যাণে টাইগারদের জয় পেতে আর কোন সমস্যা হয়নি। ৫৪ বল আর ৬ উইকেট হাতে রেখে পৌছে যায় কাংখিত লক্ষ্যে। ভারতের বিপক্ষে নিশ্চিত করে নিজেদের প্রথম সিরিজ জয়। ১০ ওভারে ৪৩ রান দিয়ে ৬টি উইকেট শিকার করা মুস্তাফিজুর রহমান টানা দ্বিতীয় ম্যাচেও জিতে নেন ম্যাচসেরার পুরস্কার।
এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতের ইনিংসের শুরুতেই আঘাত হানেন আগের ম্যাচে অভিষেকে ৫ উইকেট নেয়া মুস্তাফিজুর রহমান। দারুণ এক ডেলিভারিতে রানের খাতা খোলার আগেই রোহিত শর্মাকে পরাস্ত করেন মুস্তাফিজুর। সাব্বির রহমানের হাতে ধরা পড়ে বিদায় নেন রোহিত।
এরপর বিরাট কোহলি এবং শিখর ধাওয়ান ইনিংস মেরামতের চেষ্টা চালিয়ে যান। দলীয় ৭৪ রানের মাথায় ২৭ বলে ২৩ রান করে নাসিরের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে সাজঘরে ফিরে যান কোহলি। এরপর আবারো আঘাত হানেন নাসির। ক্রমাগত বিপজ্জনক হয়ে ওঠা শিখর ধাওয়ানকেও বিদায় দেন নাসির হোসেন। দলীয় ১০৯ রানের মাথায় লিটন দাসের হাতে ধরা পড়েন অর্ধশতক তুলে নেয়া শিখর ধাওয়ান। ৬০ বলে ৫৩ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ধাওয়ান।
ধাওয়ানের বিদায়ের পরপরই সাজঘরে ফেরেন আজিঙ্কা রাহানেও। ৩ বল খেলে রানের খাতা খোলার আগেই রুবেল হোসেনের বলে নাসির হোসেনের হাতে ধরা পড়েন রাহানে।
মাত্র ১১০ রানেই ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া ভারতের ইনিংস টেনে তোলার চেষ্টা করছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং সুরেশ রায়না। তবে তাদের সে প্রচেষ্টা খুব বেশিক্ষণ স্থায়ী হতে দেননি আগের ম্যাচে ভারতের ইনিংসে ধ্বংসযজ্ঞ চালানো মুস্তাফিজুর। ৩৫.৫ ওভারে দলীয় ১৬৩ রানের মাথায় মুস্তাফিজুরের দারুণ এক বাউন্সারে পরাস্ত হন রায়না। ধরা পড়েন উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে। ৫৫ বলে ৩৪ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন রায়না।
রায়নার বিদায়ের পর আর ইনিংস পুনরুদ্ধার করতে পারেনি ভারতের ব্যাটসম্যানরা। ভারতের ইনিংসের ৪০ তম ওভারে ধোনি অর্ধশতক তুলে নেয়ার ঠিক আগেই মুস্তাফিজ আঘাত হানেন। আগের ম্যাচে মুস্তাফিজকে ধাক্কা দিয়ে সাময়িকভাবে মাঠের বাইরে বের করে দিলেও আজ মুস্তাফিজ পাল্টা আঘাত করে ধোনিকে বের করে দিলেন মাঠরে বাইরে। ধোনির বিদায়ের পরের বলেই এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে শূন্য রানেই সাজঘরে ফেরান প্যাটেলকে।
দাঁড়াতে পারেননি অশ্বিনও। অশ্বিনকে উইকেটের পিছনে লিটন দাসের ক্যাচ বানিয়ে টানা দ্বিতীয় ম্যাচেও ৫ উইকেট শিকারের কোটা পূর্ণ করেন তরুণ এই বাহাতি।
ভারতের ইনিংস যখন ৪৩.৫ ওভারে ৮ উইকেটে ১৯৬, তখন হানা দেয় বৃষ্টি। বৃষ্টির কারণে প্রায় ২ ঘন্টা ম্যাচ বন্ধ থাকে। এরপর ম্যাচ শুরু হলে নিজের শেষ ওভারের শেষ বলে রবীন্দ্র জাদেজাকে বোল্ড করে নিজের ষষ্ঠ উইকেট তুলে নেন মুস্তাফিজ। এরপর বাকি আনুষ্ঠানিকতা সারেন রুবেল হোসেন। ভারতের দলীয় রান যখন ২০০ ঠিক তখনই শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন ভুবনেশ্বর কুমার। রুবেলের বলে লিটন দাসের হাতে ক্যাচ দেন কুমার।
ভারত ২০০ রানে অলআউট হলে বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২০০। আর এই ছোট লক্ষ্য হেসে খেলেই পার হয় টাইগাররা। ইতিহাসে জায়গা করে নিল মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন বাংলাদেশ।