প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের রয়েল বেঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম সাহাবউদ্দিন আহমেদ স্মরণে গতকাল বৃহস্পতিবার দুপুর ২-টায় রয়েল বেঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক শোক সভা ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে নবীগঞ্জ উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে এক সভা অনুষ্টিত হয়েছে। ১১নং ইউনিয়ন কমিটির সভাপতি প্রধান শিক্ষক রানা চন্দ্র দাশের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দ্বিপ্তেন্দু নারায়ন রায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী, দিনারপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি সঞ্জয় ভট্রাচার্য্য, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়া, সহ-সাধারণ সম্পাদক আশিকুর রহমান, প্রধান শিক্ষক সুবিনয় দাশ, মোঃ জুলফিকার আহমেদ, মোঃ ফিরোজ মিয়া, আজিজুর রহমান চৌধুরী, অমলেন্দু সূত্রধর, নির্বাহী সদস্য এনামুল হক, মোঃ মোছাক্কির আহমদ প্রমুখ। সভায় মরহুমের আত্মার শান্তি কামনায় ১মিনিট নিরবতা পালন করা হয় এবং বক্তাগণ প্রয়াত প্রধান শিক্ষকের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। পরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে মরহুমের মেয়ে নাদিয়া আক্তার রুমি ও ছেলে জাবেদ মিয়ার কাছে পঞ্চাশ হাজার টাকা নগদ প্রদান করা হয়।