স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজারে শংকর সিটিতে অত্যাধুনিক ‘রমা কনভেশন সেন্টার’ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার রাতে প্রধান হিসেবে হবিগঞ্জ সদর লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবু জাহির পিতা কেটে এ কমিনিউটি সেন্টারের উদ্বোধন করেন। এ উপলক্ষে শংকর সিটি ও রমা কনভেশন সেন্টারের স্বত্বাধিকারী জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক শংকর পালের সভাপতিত্বে প্রভাষক এসএম লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সামছুল হক, রোটারিয়ান ডাঃ জমির আলী, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস এর সম্পাদক মন্ডলীর সভাপতি জগদীশ চন্দ্র মোদক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, পৌর আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, জালাল উদ্দিন আহমেদ, কাজল আহমেদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তাফিজুর রহমান ময়না, ওয়াহিদুর রহমান প্রমুখ। এছাড়া উদ্বোধণীয় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, আইনজীবি, সাংবাদিকসহ শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে অনুষ্ঠানের শুরুতে এমপি অ্যাডভোকেট আবু জাহিরকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন জাপা নেতা শংকর পালের পুত্র শিমুল পাল। উল্লেখ্য শংকর সিটির সত্বাধিকারী বিশিষ্ট শিল্পপতি শংকর পালের সহধর্মীনি মিসেস রমা পালের নামে এ প্রতিষ্ঠানের নাম করণ করা হয়।