বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ১৪ দিন ব্যাপী নার্সারী চাষ বিষয়ে প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। গতকাল বুধবার সমপানী দিন বিকালে বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরোয়ার সুলতান আহমেদ। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পূর্ব ইউ.পি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ কাউসার, কোর্স কো-অর্ডিনেটর হিসেবে বক্তৃতা করেন মোঃ মহিউদ্দিন খান। সভায় ৪০ জন যুবক যুবতী প্রত্যেকেই লব্দ প্রশিক্ষণের বিষয়ে সংক্ষিপ্ত বক্তৃতা করেন।