প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া নবীগঞ্জ উপজেলা শাখা কর্তৃক গতকাল বুধবার বাদআছর নবীগঞ্জ শহরস্থ শিবপাশা মসজিদ থেকে পবিত্র মাহে রামাদ্বানের পবিত্রতা রক্ষার্থে ও দ্বীনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধের দাবিতে ও রামাদ্বানের আগমনকে স্বাগত মিছিল অনুষ্টিত মিছিলটি নবীগঞ্জ শহরস্থ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে নতুন বাজার মোড়ে পথ সভায় মিলিত হয়। নবীগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি মোঃ আব্দুল মন্নান এর সভপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল মিয়ার উপস্থাপনায় স্বাগত মিছিলে উদ্ধোধনী বক্তব্য রাখেন আনযুমানে আল ইসলাহর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ প্রচার সম্পাদক আলহাজ্ব কাজী মাওঃ এম হাসান আলী। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাওঃ আব্দুস সবুর, জালাল উদ্দিন মোঃ ধন মিয়া, মাওঃ ফিরোজ আহমদ, মোঃ সাইদুর রহমান, মোঃ শামসুল ইসলাম, মোঃ সাহিদ আলম, মোঃ আদিল আল জাবেদ, জাহিদুল ইসলাম শিপন, মাহবুব চৌধুরী, মোঃ আব্দুর নূর, মনসুর আহমদ, মোঃ নাবিল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীর আলম, মোঃ মাসুদুর রহমান, জাহেদ হাসান জীবন, মোব্বাশীর আহমদ, মুজাহিদ আাহমদ, সিতার আলী, জাবেদ আহমদ, ফরিদ, আব্দুর রাজ্জাক, প্রমূক। সকল মুসলমানদের রামাদ্বানের পবিত্রতা রক্ষার স্বার্থে সকল অসামাজিক কার্যকলাপ থেকে বিরত এবং দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ রাখার আহ্বান জানিয়ে বলেন কুরআন নাযিলের মাসে সকলে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত করার আহবান জানান।