প্রেস বিজ্ঞপ্তি ॥ কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য বেগম খালেদা জিয়ার আস্থাভাজন হবিগঞ্জ জেলার বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ এর মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে নবীগঞ্জ জি কে গউছ মুক্তি সংগ্রাম পরিষদ। গতকাল বুধবার বিকাল ৫টায় গোন্ডন প্লাজায় বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে থানা পয়েন্টে এক পথ সভায় মিলিত হয়। নবীগঞ্জ জি কে গউছ মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক মনর উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক শাহেদুল ইসলাম রিপন ও নুরুল আমিনের যৌথ পরিচালনায় অনুষ্টিত পথ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী সেফু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদ শিহাব আহমদ চৌধুরী, বিএনপির অন্যতম নেতা আব্দুল আলীম ইয়াছিনী, উপজেলা যুবদলের সভাপতি এটিএম সালাম, শ্রমিক দলের সহ- সভাপতি আহমদ ঠাকুর রানা, জিকে গউছ মুক্তি সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক মীর বাচ্চু, মোঃ আলমগীর মিয়া, শাহিন আহমদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহ রুহেল আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শেখ আবুল কাশেম, কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান ওলি, যুগ্ম আহবায়ক কাওসার আলম, ছাত্রনেতা উজ্জল চৌধুরী, জিকে গউছ মুক্তি সংগ্রাম পরিষদ নেতা মেহেদী হাসান জসিম, শাহ তজম্মুল আলী নিলু, লয়লু মিয়া, আজিজুর রহমান সাফি তালুকদার, আক্তার হোসেন,জিতু মিয়া, ছাইদুর রহমান, সুহেল আহমদ মুন্না, নিজাম উদ্দিন, আব্দুল মতিন, জাহাঙ্গীর আলম, খোকন মিয়া, শাকিল মিয়া, ইমন মিয়া, রুবেল মিয়া, রিয়ন মিয়া হ্নদয় মিয়া, পাপলু মিয়া, ভুলু মিয়া, মাহিন মিয়া,সবুজ মিয়া, সুমন মিয়া প্রমুখ। সভায় বক্তরা বলেন হবিগঞ্জ জেলা বিএনপির কান্ডারী এই সরকারের মিথ্যা মামলার শিকার আলহাজ্ব জিকে গউছকে অবিলম্বে মুক্তি দিয়ে জনগণের মাঝে ফিরিয়ে না দেয়া পর্যন্ত জিকে গউছ মুক্তি সংগ্রাম পরিষদ আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে।