স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট সাহিত্যি ও লোকজ লেখক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমাজসেবক ও অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা আলহাজ্ব তরফদার মোঃ ইসমাঈলের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। শোক বার্তায় তিনি বলেন, তার মৃত্যুতে হবিগঞ্জ জেলা তথা এ দেশ একজন প্রতিথযশা লোকজ সাহিত্য গবেষক হারালো। যা দেশের সাহিত্য গবেষণার জন্য এক অপরনীয় ক্ষতি হয়েছে । সমাজ পরিশোধন ও সমাজের উন্নয়নে তিনি যে ভূমিকা রেখেছেন হবিগঞ্জবাসী তা চিরকাল স্মরণ করবেন। সরকারী চাকরীর পাশপাশি শিল্পকলা একাডেমী, ললিতকলা একাডেমী ও সুরবিতান প্রতিষ্ঠাকালে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। যা সাংস্কৃতির উন্নয়নে মাইলফলক হয়ে রয়েছে। ‘ ভাষা আন্দোলনে হবিগঞ্জ’ ‘হবিগঞ্জের মরমী সাধক’ ‘কবি শেখ ভানু’ সহ অন্যান্য গবেষণা ধর্মী কালজয়ী লেখনীর মাধ্যমে তিনি চিরকাল পাঠকের অন্তরে বেঁচে থাকবেন। বাংলা একাডেমীর একজন তালিকাভূক্ত লোকজ গবেষক হিসেবে সর্ব শেষ লেখা ‘হবিগঞ্জের লোকজ সংস্কৃতি’ (বাংলা একাডেমী কর্তৃক প্রকাশের অপেক্ষায়) হবিগঞ্জবাসীর জন্য তার অমরকীর্তি হবে বলে জেলা প্রশাসকের বিশ্বাস। তার মত একজন নিবেদিত সমাজসেবক এই মহুর্তে আমাদের সমাজে একান্ত প্রয়োজন। শোক বার্তায় জেলা প্রশাসক মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।