স্বাস্থ্য শিক্ষা ব্যুারো ২০১৪/১৫ অর্থ বছরের স্বাস্থ্য শিক্ষা সেক প্যাকেজ নং-৩ বেসরকারী কনসালটিং ফার্ম “উইডু” কর্তৃক স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে ডিজিটাল ব্যানার ৩০টি, লিফলেট ৭১৪টি, ফোল্ডার ৬৩৬টি জ্যাকেট ফোল্ডার ১০৯টি সরবরাহের মাধ্যমে কার্যক্রম সফলভাবে সম্পন্ন করছেন। উইডু সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানাই।