নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে নবীগঞ্জ জে.কে মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমান অলি’র সভাপতিত্বে ও কলেজ ছাত্রদল নেতা রাজিব ভট্টাচার্যের পরিচালনায় লন্ডন থেকে টেলি কন্সফারেন্সে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, তোমরাই জাতির আগামী দিনের ভাবিষৎ। তোমাদেরকেই আগামী দিনে দেশকে নেতৃত্ব দিতে এগিয়ে আসতে হবে। মেধাবীরাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলতে পারে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কাউন্সিলর ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক যুবরাজ গোপ, কাউন্সিলর ও থানা যুবদলের সভাপতি এটিএম সালাম, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনর উদ্দিন, উপজেলা মৎসজীবি দলের আহ্বায়ক সাহেব আলী, পৌর কৃষকদলের সভাপতি মাষ্টার আব্দুল মান্নান, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাউছার আলম। স্বাগত বক্তব্য রাখেন, ছাত্রদল নেতা মইনুল ইসলাম। আরও বক্তব্য রাখেন ছাত্রদল নেতা মুনায়েম চৌধুরী উজ্জল, সুকান্ত দাশ, শেখ শাফিউর রহমান শাফি, নয়ন দাশ, আহছানুজ্জামান মান্না। কৃতি শিক্ষাথীদের মধ্যে বক্তব্য বক্তব্য রাখেন জিপিএ-৫ প্রাপ্ত শিফা বেগম, বিপ্লবী রায়, অনিষ কুমার রায় জয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ জে.কে মডেল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোস্তফা আল-হাদি, অরবিন্দু রায়, কলেজ ছাত্রদলের যুগ্ম আহকবায়ক জুনেদ আহমেদ, দুলাল মিয়া, নাজিম উদ্দিন খসরু, মুন্সি সাইফুল আলম, তপন মালাকার, আলাল হোসেন, সুলতান আহমেদ, ছামিরুজ্জামান শ্যামল, সৈয়দ শিহাব আহমেদ, আকিকুর মিয়া, এবাদুর রহমান চৌধুরী, আল-আমিন, মোরাদ, ইমন, আশিক, লিপু, মুজাক্কির, পিকু প্রমূখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, কলেজ ছাত্রদল নেতা হোসাইন তালুকদার, গীতা পাঠ করেন ইমন দাশ। আলোচনা সভা শেষে এস.এস.সি উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট, রজনীগন্ধা ফুলের ষ্ট্রিক ও দলীয় কার্ড বিতরণ করা হয়।