স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে ১৫ জন দরিদ্র মহিলাকে ফি সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে জেলা পরিষদের ডাকবাংলতে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। পরে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, প্রকৌশলী জয়নাল উদ্দিন। সভায় জেলা পরিষদের হিসাবক রক্ষক রঞ্জন কুমার দেবসহ সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।