স্টাফ রিপোর্টার ॥ জেলা ছাত্রদলের বিপ্লবী সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ ও বৃন্দাবন কলেজ ছাত্রদলের সংগ্রামী আহবায়ক রুবেল আহমেদ চৌধুরীর মুক্তির দাবীতে হবিগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে উক্ত মিছিলটি সদর থানার সামন থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তিনকোনা পুকুর পাড় এলাকায় এক পথসভায় মিলিত হয়। এতে জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য রায়েদ চৌধুরী রিংকু এর সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইলিয়াছ আলী ও ছাত্রদল নেতা শাহ উজ্জল যৌথ পরিচালনায় উক্ত পথসভায় বক্তব্য রাখেন, সৈয়দ জাদিল আহমেদ, সোহেল মিয়া, কলেজ ছাত্রদল নেতা মোহন চৌধুরী, পৌর ছাত্রদল নেতা রুবেল চৌধুরী, ফরহাদ আহমেদ, কাউছার মিয়া, এনামুল, আফনান, মুবিন, ছোটন, মান্না, সবুজ, নোবেল, শাহেদ, নাহিদ, তন্ময়, কদ্দুছ, ফুয়াদ, জসিম, সোহাগ, জুনায়েদ, হৃদয়, রনি, জালাল, সজনু, রিপন, উজ্জ্বল, সৌরভ, জনি, সাদ্দাম, রিয়াদ, পারভেজ, সাইফুল, হাসান, বাপ্পী ও নাইম প্রমূখ। পথসভায় বক্তারা হবিগঞ্জ জেলা ছাত্র রাজনীতির অহংকার মেধাবী ছাত্রনেতা ও দক্ষ সংগঠক সৈয়দ মুশফিক আহমেদ ও কলেজ ছাত্রদলের আহবায়ক রুবেল আহমেদ চৌধুরীর নিঃশর্ত মুক্তি দাবী করেন।