নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন গতকাল সোমবার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। উপজেলা হলরুমে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। উপজেলার ৪২ জন নারী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৫টি আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১নং সংরক্ষিত আসনে (১, ২ ও ৩ নং ইউনিয়ন নিয়ে গঠিত) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাজনা বেগম এবং ৪ নং সংরক্ষিত আসনে (৮, ৯ ও ১২ নং ইউনিয়ন নিয়ে গঠিত) মরিয়ম বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অবশিষ্ট ৩টি আসনে গতকাল সোমবার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ২ নং সংরক্ষিত আসনে (৪, ৫ ও ৬ নং ইউনিয়ন নিয়ে গঠিত) রাজিয়া বেগম চাঁদ প্রতীক নিয়ে ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আছমা বেগম হরিণ প্রতীকে পেয়েছেন ৮ ভোট। ৮টি ভোট নষ্ট হয়েছে। ৩ নং সংরক্ষিত আসনে (৭ নং ইউনিয়ন ও পৌরসভা নিয়ে গঠিত) জাকিয়া আক্তার লাকী মোরগ প্রতীক নিয়ে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি ছালেকা বেগম হরিণ প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ ভোট। ৬টি ভোট নষ্ট হয়েছে। ৫ নং সংরক্ষিত আসনে (১০, ১১ ও ১৩ নং ইউপি নিয়ে গঠিত) মায়ারুন আক্তার চাঁদ প্রতীক নিয়ে সর্বোচ্চ ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি মোছাঃ হোসনা বেগম মোরগ প্রতীকে পেয়েছেন ৮ ভোট এবং সুরাইয়া আক্তার টেবিল প্রতিক নিয়ে পেয়েছেন ২ ভোট। নষ্ট ভোটের সংখ্যা ২টি। নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন। সহকারী প্রিজাইটিং অফিসার ছিলেন নবীগঞ্জ আদর্শ প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন। পোলিং অফিসার ছিলেন সহকারী শিক্ষিকা মিত্রা চৌধুরী। সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাচন অফিসার নাজমুল হুদা। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসেন।