প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মোঃ সাহেব আলীকে তরফ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত এক সভায় সকল সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে তাকে ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। এর পূর্বে গত ১১ জুন স্কুলে অভিভাবক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮ জন প্রার্থীর মধ্যে ভোটারারা ৪ জন অভিভাবক সদস্য নির্বাচিত করেন। নির্বাচিত সদস্যরা হলেন, তৈয়ব আলী, আইয়ুব আলী, আবুল হাসেম দুুদু, সফিক আলী প্রমুখ।