শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

হবিগঞ্জে আমনের বাম্পার ফলন চলতি বছর জেলায় ২ হাজার কোটি টাকার চাল উৎপাদন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৩
  • ৫৫০ বা পড়া হয়েছে

আব্দুল হালীম ॥ হবিগঞ্জ জেলায় এবার ৬শ ৪২ কোটি টাকার আমনের ফলন হয়েছে। এদিকে চলতি বছর প্রায় ২ হাজার কোটি টাকার ধান উৎপাদন হয়েছে। অন্যদিকে কৃষক-কৃষানিরা আমন ধান সংগ্রহ ও বোরোর বীজ তলা তৈরীর কাজে ব্যস্ত হয়ে পড়ছে। জেলায় এবার ৯৬ হাজার ৬শ হেক্টর জমিতে আমনের আবাদ করা হয়। আবহাওয়া অনুকূলে থাকায় এতে ৩ লাখ ৩২ হাজার ১৬ মেট্রিক টন ধান (২ লাখ ১৩ হাজার ৯শ ১২ মেট্রিক টন চাল) উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। বাস্তবে বর্ষা কম হওয়ায় বোনা আমনের উৎপাদন কম হয়েছে বলে জানায় কৃষকরা।
09কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ২০১২ সালে হবিগঞ্জে ১ লাখ ৩শ ২৯ হেক্টর জমিতে আমনের উৎপাদন হয় ৩ লাখ ৩২ হাজার ১৬ মেট্রিক টন ধান (২ লাখ ২১ হাজার ৩শ ৪৪ মেট্রিক টন চাল)। এবার ৬৭ হাজার ৩শ হেক্টর জমিতে রোপা আমন উৎপাদন হবে ১লাখ ৮৬ হাজার ৯শ ১২ মেট্রিক টন চাল। অপরদিকে ২৭ হাজার ৩শ হেক্টরে বোনা আমন উৎপাদন হবে ৪০ হাজার ৯শ ৫০ মেট্রিক টন ধান (২৭ হাজার ৩শ মেট্রিক টন চাল)।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠে মাঠে কৃষকদের ধান কাটা, মাড়াই ও মজুদের কাজ চলছে। এ ব্যাপারে হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের কৃষক আব্দুল নুর (৫০), নাজিরপুর গ্রামের কৃষক মালেক মিয়া (৪০) জানান, বর্ষার পানি কম হওয়ায় বোনা আমান ফলন ভলো হয়নি। তবে রোপা আমনের উৎপাদন সন্তোষজনক বলে জানান তিনি। এদিকে কৃষি বিভাগ আরও জানায় জেলার ২১ লাখ জনগোষ্ঠীর খাদ্যের চাহিদা রয়েছে ৫ লাখ ৭২ হাজার ২শ ৫৩ মেট্রিক টন ধান (৩লাখ ৮১ হাজার ৫শ ২ মেট্রিক টন চাল)। এছাড়া ২০১৩ সালে জেলায় খাদ্যের উৎপাদন হয় ৯ লাখ ৬২ হাজার ৬শ ২৪ মেট্রিক টন ধান (৬ লাখ ৪১ হাজার ৭শ ৪৯ মেট্রিক টন চাল)। যার বর্তমান বাজার মূল্য ১ হাজার ৯শ ২৫ কোটি ২৪ লাখ ৭০ হাজার টাকা। তন্মধ্যে জেলায় উদ্বৃৃত্ত থাকবে ৩ লাখ ৯০ হাজার ৩শ ৭০ মেট্রিক টন ধান (২লাখ ৪৭ হাজার মেট্রিক টন চাল)। যা দেশের বিভিন্ন স্থানে রপ্তানী করা হচ্ছে। এ ব্যাপারে হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোপাল চন্দ্র দাশ বলেন, আমনের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে বোরোর আবাদও সন্তোষজনক হবে। এদিকে জেলায় এবার মোটা ধান (আতপ) ৭শ ৮০ টাকা এবং সরু ধান ৮শ ২০ টাকা ৫০ কেজি দরে এবং মোটা চাল (সিদ্ধ) ১৪শ টাকা ও সরু চাল ১৫৫০ টাকা ৫০ কেজি দরে বিক্রি হচ্ছে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com