মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকাল ৮ থেকে ২ টা পর্যন্ত উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩৬ জন নারী সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে ৪ জনকে নির্বাচিত করেছেন। নির্বাচিতরা হলেন ১নং অঞ্চলের ফরিদা আক্তার (১৩ ভোট), ২নং অঞ্চলের ইসরাত জাহান ডলি (১৪ভোট), ৩নং অঞ্চলের শাহানা বেগম (১৯ ভোট) এবং ৪নং আখলিমা আক্তার (১২ ভোট)।