রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ ॥ সুরাবই গ্রামের জিতুসহ একটি চক্র ব্যক্তি মালিকানা জমিকে সরকারি ভূমি বলে অপপ্রচারে লিপ্ত রয়েছে

  • আপডেট টাইম সোমবার, ১৫ জুন, ২০১৫
  • ৪৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামের আশরাফ উদ্দিন জিতুসহ একটি সংঘবদ্ধ চক্র ব্যক্তি মালিকানা জমিকে সরকারি ভূমি বলে অপপ্রচারে লিপ্ত রয়েছে। ওই ভূমিখেকো চক্রটি এলাকার সামাজিক পরিবেশ নষ্ট করার পায়তারা করছে। গতকাল রবিবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমন দাবি করেন সুরাবই গ্রামের জসিম উদ্দিনসহ ওই এলাকার যুব সমাজ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, অলিপুর এলাকায় বিভিন্ন কোম্পানী প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এতে এলাকার জনসাধারণ নানাভাবে উপকৃত হচ্ছে। কর্মসংস্থানসহ জমির দামও বৃদ্ধি পেয়েছে। এ সুযোগে এলাকার একটি সংঘবদ্ধ জালিয়াতচক্র নিজেদের ফায়দা হাসিলের জন্য সক্রিয় হয়ে উঠেছে। ওই এলাকার জালিয়াত চক্রের মূল হোতা আশরাফ উদ্দিন জিতু সরকারি কর্মচারিদেরকে নিয়ে জাল দলিল সৃষ্টি করে বিক্রি ও  দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে।
সম্মেলনে জানানো হয়, অলিপুর মৌজার এসএ ১২৪ দাগের ৩১ শতক ভূমির মধ্যে অলিপুর গ্রামের জবান উল্লার প্রাপ্য ৬ দশমিক ২০ শতক ভূমি তার ওয়ারিশানদের কাছ থেকে সম্প্রতি সুরাবই ও পুরাসুন্দা গ্রামের জসিম উদ্দিন, দুলাল মিয়া, রুবেল মিয়া, জাবেদ মিয়া, শামীম মিয়া, উজ্জল মিয়া, আকিল মিয়া, মোশাহিদ মিয়া, তাজ উদ্দিন ফয়সল দলিল নং ৩৩৭৮/১৫ মূলে ক্রয় করেন। তারা সরকারি কোন জায়গা ক্রয় করেননি। বরং ব্যক্তি মালিকানাধীন ওই জমির উপর কুনজর পড়ে জালিয়াতকারীর গডফাদার আশরাফ উদ্দিন জিতু ও তার দলবলের।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, আশরাফ উদ্দিন জিতুর বিরুদ্ধে জায়গার দালালীসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সে এলাকায় একজন ভূমিদস্যু হিসেবে পরিচিত। তার এসব কুকর্মের প্রতিবাদ করলেই তিনি সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করেন। এ অবস্থায় এলাকার নিরীহ মানুষ ওই জালিয়াতচক্রের কবল থেকে রক্ষা পেতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এলাকাবাসীর পক্ষে মোঃ উজ্জল, তাজ উদ্দিন ফয়সল, দুলাল মিয়া, জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, রুবেল মিয়া, আইনজীবি পংকজ কান্তি রায় প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com