আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার পরিষদের সংরক্ষিত আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আজ সোমবার। ৪টি পদের জন্য ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে ৪টি অঞ্চলে ভাগ করা হয়েছে। মোট ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনের সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। শেষ মুহুর্তের প্রচারণায় প্রার্থীরা আটঘাট বেধে মাঠে নেমেছে। স্বল্প সংখ্যক ভোটার হওয়ায় তাদের কদরের শেষ নেই। রাজনৈতিক প্রভাবকে কাজে লাগানোরও চেষ্টা করছেন অনেকে। ইতিমধ্যেই প্রার্থীদের পক্ষ থেকে প্রতিপক্ষের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ উঠেছে। ১নং অঞ্চলের প্রার্থী সেলিনা আক্তার এমন অভিযোগ করে জানান, কার্যত প্রতিদ্বন্দ্বিরা টাকা দিয়ে প্রভাব বিস্তার করছে। অনেকে রাজনৈতিক প্রভাব বিস্তার করেও ভোটারদের ভাগে আনার চেষ্টায় সর্বশক্তি নিয়োগ করছেন। নির্বাচনে ১নং আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফরিদা খাতুন (হরিণ), মোছাঃ মাহমুদা হানিফ (চাঁদ), সেলিনা আক্তার (মোরগ), ২নং আসনে পারভীন আক্তার (হরিণ), ইসরাত জাহান ডলি (মোরগ), ৩ নং আসনে মোছাঃ শাহানা বেগম (মোরগ), শ্যামলী রানী দেব (টেবিল), ৪নং আসনে আখলিমা আক্তার (টেবিল), মোছাঃ জোসনা আক্তার (হরিণ), মিসেস ফাতেমা রহমান (মোরগ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহকারী রিটার্ণিং অফিসার কৃষি কর্মকর্তা আতিকুল হক জানান, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ সোমবার সকাল ৮ টা থেকে বিরতীহীনভাবে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচনে প্রিজাইডিং অফিসার পদে দায়িত্ব পালন করবেন পঃপঃ কর্মকর্তা আকিব উদ্দিন। তবে অনেক প্রার্থী নির্বাচনে নিজেকে বিজয়ী করতে সহকর্মী ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করতে শেষ মুহুর্তে উপজেলার বিভিন্ন গ্রাম চষে বেড়াচ্ছেন। কে হবেন ভাগ্যবান সেই ৪ প্রার্থী তা জানতে অধির আগ্রহে অপেক্ষা করছেন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ।