স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের তিনকোণা পুকুর পাড়ে আবারো অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল সকালে ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সম্প্রতি শহরের তিনকোন পুকুর পাড়ে হবিগঞ্জ পৌরসভা ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এতে বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়। এ উচ্ছেদ অভিযানের পর কিছুদিনের মধ্যেই ওই জায়গায় আবারও অস্থায়ী স্থাপনা অবৈধভাবে গজিয়ে উঠতে দেখা যায়। এ ব্যাপারটি পৌরকর্তৃপক্ষের নজরে আসলে তৎক্ষনিকভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্তের আলোকে গতকাল সকালে কনজারভেন্সী ইন্সপেক্টরের নেতৃত্বে হবিগঞ্জ পৌরসভার একটি দল অভিযান চালিয়ে তিনকোণা পুকুর পাড়ের অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করে।