স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সিনেমাহল এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি এসআই সুদ্বিপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেফতারকৃতরা হচ্ছে, শহরে পৌর এলাকার উমেদগর গ্রামের মৃত গৌবিনাথ রায়ের ছেলে বাবুল চন্দ্র রায় (আব্দুল্লাহ আল-মামুন) ধর্মান্তরিত হওয়ার পর সে পৌর এলাকার হরিপুরে একটি ভাড়া বাসায় বসবাস করছে। খোয়াই মূখ এলাকার আব্দুর রবের ছেলে আশিকুর রহমান রেজা।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারের পর দেহ তল্লাশী করে আব্দুল্লাহ আল-মামুনের কাছ থেকে ৩০ পিস এবং আশিকুর রহমান রেজার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।