স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বাহুবল উপজেলার মিরপুর বাজারকে অচিরেই পৌরসভায় উন্নীত করা হবে। শুধু তাই নয়, এ এলাকার সার্বিক উন্নয়নে আমার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। কারণ মিরপুর এলাকার মানুষের সাথে আমি আত্মীয়তার বন্ধনে আবদ্ধ।’
তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। পশ্চিম জয়পুর (পূর্ব জয়পুর) সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মুকছুদ আলী মেম্বারের সভাপতিত্বে ও অভিজিত ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, পল্লী বিদ্যুতের জিএম মোঃ সোলেমান মিয়া, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমান, বিশিষ্ট সমাজসেবক নীরঞ্জন সাহা নীরু, জেলা জাতীয় পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ এমদাদুল হক সবুজ, বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সামসুদ্দিন ও হবিগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি দিদার এলাহী সাজু।
এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে এডভোকেট আবু জাহির এমপি একই এলাকার মহাশয়ের বাজারে আরেকটি বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। এসময় উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল কাদির চৌধুরী, মিরপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ সাইফ উদ্দিন লিয়াকত, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ তারা মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।