স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীনকে সিলেটে বদলী করা হয়েছে। তার স্থলে নিয়োগ পেয়েছেন সরকারি কর্ম কমিশনের পরিচালক সাবিনা আলম।
এছাড়াও প্রশাসনে ৪ সচিবসহ ২০ জেলা প্রশাসককে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। সচিব পদে রদবদল হওয়া কর্মকর্তারা হচ্ছেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) মো. শাহজাহান আলী মোল্লাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিবালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) পবন চৌধুরীকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) মো. সোহরাব হোসাইনকে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরীকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে বদলি করা হয়েছে।
মাদারীপুর, বরিশাল, শেরপুর, ঝালকাঠী, রংপুর, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুড়িগ্রাম, ঝিনাইদহ, নওগাঁ, দিনাজপুর, মেহেরপুর, গাইবান্ধা, নড়াইল, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জ জেলায় নতুন ডিসি নিয়োগ হয়েছে। এছাড়া হবিগঞ্জ, মাদারীপুর ও কিশোরগঞ্জের ডিসিদের অন্য জেলায় বদলি করা হয়েছে।
হবিগঞ্জের ডিসি মোঃ জয়নাল আবেদীনকে সিলেটে, মাদারীপুরের ডিসি জি এস এম জাফরুল্লাহকে কিশোরগঞ্জে, কিশোরগঞ্জের ডিসি এস এম আলমকে গাজীপুরে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোঃ আশরাফ উদ্দিনকে বগুড়া, বিপিএসটিসির পরিচালক মোঃ কামাল উদ্দিন বিশ্বাসকে মাদারীপুর এবং টাঙ্গাইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গাজী মোঃ সাইফুজ্জামানকে বরিশালের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক এ এম পারভেজ রহিমকে শেরপুর, চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র শ্রী বড়ুয়াকে ঝালকাঠী এবং মাগুরার স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ রাহাত আনোয়ারকে রংপুরের ডিসি করা হয়েছে। স্থাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ জিল্লুর রহমান চৌধুরীকে লক্ষ্মীপুর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোঃ আব্দুস সবুর মন্ডলকে চাঁদপুর এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক খান মো. আব্দুস সবুর মন্ডলকে কুড়িগ্রামের ডিসি করা হয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন উপসচিব মোঃ মাহবুব আলম তালুকদারকে ঝিনাইদহে, অর্থনৈতিক সম্পর্কবিভাগের উপসচিব মোঃ আমিনুর রহমানকে নওগাঁ এবং বিআরটিএ’র উপপরিচালক মীর খায়রুল আলমকে দিনাজপুরের ডিসি হিসাবে বদলি করেছে সরকার। রাজশাহীর জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সফিকুল ইসলামকে মেহেরপুর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আব্দুস সামাদকে গাইবান্ধার জেলা প্রশাসক করা হয়েছে। এছাড়া উপ-সচিব মোঃ হেলাল মাহুমদ শরিফকে নড়াইল, শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব সায়মা ইউনূস চুয়াডাঙ্গা এবং সরকারি কর্ম কমিশনের পরিচালক সাবিনা আলম হবিগঞ্জ জেলায় ডিসি হিসাবে নিয়োগ পেয়েছেন। সিলেটের ডিসি মোঃ শহিদুল ইসলামকে যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক, মেহেরপুরের ডিসি মোঃ মাহমুদ হোসেনকে ঢাকা ওয়াসার সচিব এবং চুয়াডাঙ্গার ডিসি মোঃ দেলোয়ার হোসেনকে বাংলাদেশে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের পরিচালক হিসাবে বদলি করা হয়েছে। দিনাজপুরের ডিসি আহমেদ শামীম আল রাজীকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক এবং চাঁদপুরের ডিসি মোঃ ইসমাইল হোসেনকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব করা হয়েছে। গাজীপুরের ডিসি মোঃ নূরুল ইসলামকে ওএসডি, শেরপুরের ডিসি মোহাম্মদ জাকির হোসেনকে কৃষি মন্ত্রণালয়ে এবং ঝালকাঠির ডিসি মোঃ শাখাওয়াত হোসেনকে ওএসডি করা হয়েছে। গাইবান্ধার ডিসি মোঃ ইহসান-ই-এলাহীকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম-সচিব, কুড়িগ্রামের ডিসি এ বি এম আজাদকে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবং নড়াইলের ডিসি এ গফ্ফার খানকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যুগ্ম-সচিব করা হয়েছে। বরিশালের ডিসি মোঃ শহিদুল আলমকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব, রংপুরের ডিসি ফরিদ আহমেদকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব এবং নওগাঁর ডিসি মোঃ এনামুল হককে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব করা হয়েছে। এছাড়া লক্ষ্মীপুরের ডিসি এ কে এম টিপু সুলতানকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব এবং বগুড়ার ডিসি মোঃ শফিকুর রেজা বিশ্বাসকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে। সিলেট, মেহেরপুর, চুয়াডাঙ্গা, গাজীপুর, শেরপুর, ঝালকাঠি, গাইবান্ধা, কুড়িগ্রাম, নড়াইলের জেলা প্রশাসককে বিভিন্ন মন্ত্রণালয়ে বদিল করা হয়েছে। এরা পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হয়েছিলেন, কিন্তু ডিসির পদটি উপ-সচিব পদমর্যাদার।