স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের ইমাম বাড়ি এলাকার দেবরা গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি ও কাপড় চোপড় নিয়ে গেছে। স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত প্রায় ৩ টার দিকে দেবরা গ্রামের মাস্টার বাড়ির নুরুল ইসলাম চৌধুরীর বাড়িতে ৬/৭ জনের এক দল ডাকাত হানা দেয়। ডাকাতরা ঘরের দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা ঘরে প্রবেশ করেই গৃহকর্তার মেয়ের এক শিশু সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল, টিভি, কাপড় চোপড় সহ মুল্যবান মালামাল নিয়ে যায়। যাবার সময় কোন সুর চিৎকার না করার জন্য হুমকী দেয়। এ ঘটনায় নুরুল ইসলাম চৌধুরী নবীগঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশের পরামর্শ অনুযায়ী মোবাইল হারিয়ে যাবার বিষয় উল্লেখ করে একটি জিডি করেছেন।
নুরুল ইসলাম চৌধুরী জানান, ডাকাতদের মধ্যে ১ জন ছিল মুখোশধারী।